শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন

শিরোনাম :
লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী গিলানি করোনা পজিটিভ

বার্তা কক্ষ / ৩৫৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন

কক্সবাজার টাইমস২৪ ডেস্ক:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার ছেলে কাসিম গিলানি তার করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বার্তায় কাসিম গিলানি জানান, বাবার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। গিলানির করোনায় আক্রান্ত হওয়ার জন্য প্রধানমন্ত্রী ইমরান খান ও দেশটির ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)-কে দায়ী করেছেন তার ছেলে।

টুইটারে কাসিম লিখেছেন, ইমরান খানের সরকার ও ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো ধন্যবাদ! আপনারা সফলভাবে আমার বাবার জীবন বিপন্ন করতে পেরেছেন।

বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে এনএবি’র এক শুনানিতে হাজির হয়েছিলেন গিলানি।

২০০৮ সালের ২৫ মার্চ পাকিস্তানের ১৮তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ইউসুফ রাজা গিলানি। দেশটির সর্বোচ্চ আদালত তাকে অযোগ্য ঘোষণা করে বহিষ্কারাদেশ দিলে ২০১২ সালের ২৬ এপ্রিল তিনি ক্ষমতাচ্যুত হন।

পাকিস্তানে করোনায় আক্রান্ত রাজনীতিকদের মধ্যে সর্বশেষ ব্যক্তি গিলানি। এর আগে দেশটির বিরোধী দল পিএমএল-এন ও ক্ষমতাসীন পিটিআই দলের অনেক সদস্য করোনায় আক্রান্ত হন। গত সোমবার জানা গিয়েছিল, সাবেক প্রধানমন্ত্রী শহিদ খাকান আব্বাসি ও বর্তমান সরকারের রেলমন্ত্রী শেখ রশিদ করোনা পজিটিভ।

২৬ ফেব্রুয়ারি পাকিস্তানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এখন পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩২ হাজার। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ৫৫১ জনের এবং ৫০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন।