শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

ধর্ম প্রতিমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের স্ত্রীর মৃত্যুতে কক্সবাজার জেলা প্রশাসকের শোক

বার্তা কক্ষ / ২৭৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪১ অপরাহ্ন

কনক বড়ুয়া:
ধর্ম প্রতিমন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ও স্বাস্থ্য সচিব আব্দুল মান্নানের সহধর্মিণী কামরুন্নাহারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।

শনিবার (১৩ জুন) রাত ১টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইজবুকে এক শোকবার্তায় ধর্ম প্রতিমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের স্ত্রীর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি জেলা প্রশাসক গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি লিখেছেন-
“মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ এর মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি/ সেই সাথে গভীর শোক প্রকাশ করছি Health secretary জনাব মো. আব্দুল মান্নান স্যারের স্ত্রীর অকালে বিদায় নেয়ায়/ মহান আল্লাহ তাদের পরিবারকে এ শোক সইবার শক্তি দিন, তাদের বেহেস্ত নসীব করুন”

উল্লেখ্য,
ধর্ম প্রতিমন্ত্রীঃ শেখ আব্দুল্লাহ রাজধানীর সম্মিলিতি সামরিক হাসপাতালে (সিএমএইচ) শনিবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে মারা যান। তিনি ২০১৯ সালের ৭ জানুয়ারি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভ করেন। তিনি ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতী নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামের এক সম্ভ্রান্ত ধার্মিক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ মতিউর রহমান এবং মাতা রাবেয়া খাতুন। চার ভাই তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়।

স্বাস্থ্য সচিবের স্ত্রীঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শনিবার (১৩ জুন) রাত ১২টার পর ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কামরুন্নাহার দুই পুত্র ও এক কন্যা সন্তানের জননী ছিলেন।