সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

লাশ দাফনের একদিন পর জানা গেলো নাগু কোম্পানি করোনা আক্রান্ত ছিলেন

বার্তা কক্ষ / ৩৭৭ বার পড়ছে
আপলোড : সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন

কক্সবাজার টাইমস ২৪:
মৃত্যুর ২৪ ঘন্টা পর জানা গেলো কক্সবাজার শহরের সুগন্ধা গেস্ট হাউসের মালিক আবু সুলতান প্রকাশ নাগু কোম্পানি (৬৭) করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।

বৃহস্পতিবার (২৯মে) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে।

মরহুম নাগু কোম্পানী কক্সবাজার সদর উপজেলার খুরুস্কুল ইউনিয়নের ফকির পাড়া গ্রামের মরহুম আলী চান্দের দ্বিতীয় পুত্র ও বর্তমানে শহীদ রাসেল সড়কের বাসিন্দা।

বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে অসুস্থ অবস্থায় নেয়ার পথে মারা যান।

একইদিন খুরুস্কুল ফকির পাড়া জামে মসজিদের মাঠে জুহরের নামাজের পর পরই সীমিত আকারে জানাজা শেষে আবু সুলতান নাগু কোম্পানি পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।