বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৩ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস ২৪ ডেস্ক:
ভারতের রাজধানী দিল্লিতে ৪ দশমিক ৬ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে দিল্লিসহ পার্শ্ববর্তী অঞ্চলগুলো কেঁপে ওঠে।
শুক্রবার (২৯ মে) রাতে দিল্লি, হরিয়ানা ও পাঞ্জাবে কম্পন অনুভূত হয়। কম্পনের তীব্রতা মাঝারি হলেও কয়েক সেকেন্ড ধরে স্থায়ী হয়। ভয়ে লোকজন বাড়ির বাইরে বেরিয়ে আসেন। তবে এখনও কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দিল্লি থেকে লেখিকা রিমি মৎসুদ্দি নিজের ফেসবুক ওয়ালে এ ভূমিকম্পের অভিজ্ঞতার কথা জানিয়ে লিখেছেন, ‘সবাইকে ধন্যবাদ। আমার বাড়ি রোহতক কেন্দ্রের কাছেই। আমরা সবচেয়ে বেশি অনুভব করলাম তাই। এখন ঠিক আছি। কিন্তু আফটার শক আবার আসবে কিনা জানি না। এই প্রথম দেওয়াল দুলতে দেখলাম। ফ্রিজের ভেতর বাসন পড়ে যাচ্ছে এমনভাবে শব্দ করে কেঁপে উঠল। এতটা বড় কখনো দেখিনি।’
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, শুক্রবার রাত ৯টা ৮ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে। কম্পনের উত্ৎপত্তিস্থল ছিল দিল্লি থেকে ৬৫ কিলোমিটার দূরে, হরিয়ানার রোহতকে। এনসিএস জানাচ্ছে, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৬।