রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৪৫ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪:
কক্সবাজার পৌরসভার ২ নং ওয়ার্ডের ইজি বাইক গ্যারেজসমূহ বন্ধ করে দিয়েছে প্রশাসন।
রবিবার (১৪ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার অভিযানটি পরিচালনা করেন।
এ সময় ১০টি মামলায় ৭০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, রেড জোন সম্পর্কিত নির্দেশনা বাস্তবায়নে কক্সবাজার পৌরসভার কানাইয়া বাজার, বিমানবন্দর সড়ক, নুনিয়ারছড়া এবং ফিশারিঘাট এলাকায় অভিযান পরিচালিত হয়। অভিযানে ২ নং ওয়ার্ডের ইজি বাইক গ্যারেজসমূহ বন্ধ করে দেয়া হয় এবং নির্দেশনা অমান্য করে বের হওয়া ইজিবাইকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়।
এসিল্যান্ড জানান, স্বাস্থ্যবিধি না মানায় অভিযানে পরিচালিত মোবাইল কোর্টে ১০টি মামলায় ৭০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
রেড জোন এলাকাতে চলাফেরায় সরকারি নির্দেশনা মেনে চলুন।