শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০২:৫৬ অপরাহ্ন
আলমগীর মানিক, রাঙামাটি:
ভয়াবহ আগুন লেগেছে রাঙামাটির সুবলং বাজারে। বরকল উপজেলাধীন সুবলং বাজারে রোববার বিকেল চারটার সময় আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে চারিপাশে আগুন ছড়িয়ে পড়ে বিকেল সাড়ে চারটা নাগাদ অন্তত অর্ধশত দোকান ও বসত ঘর পুড়ে গেছে। সুবলং আর্মি ক্যাম্পের সদস্যরা স্থানীয়দের সহায়তা নিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায় নি।
খবর পেয়ে রাঙামাটি থেকে দমকল বাহিনীর লোকজন আগুন নেভাতে যায় ফায়ার সার্ভিস ।
কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা কেউ জানাতে পারে নি।
তবে, বিগত দিনে চুক্তি বিরোধী সংগঠন ইউপিডিএফর ব্যবহৃত একটি পাকা বিল্ডিংয়ের পাশের ঘর থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত: রাঙামাটির বরকল উপজেলাটি কাপ্তাই হ্রদ ঘিরে গড়ে উঠেছে এবং এই উপজেলাটি দূর্গম এলাকা। জেলা সদরের সাথে নৌ-পথেই একমাত্র যোগাযোগের প্রধান মাধ্যম। এই এলাকায় কোন ফায়ার স্টেশন নেই।