বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন
মোঃ জয়নাল আবেদীন টুক্কুঃ
নাইক্ষ্যংছড়িতে করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পরায় পৃথক অভিযানে ১৮ জনকে জরিমানা করা হয়েছে।
রবিবার (১৪ জুন) পৃথক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ দণ্ড প্রদান করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি।
এ সময় সি.এ টু (ইউ,এন,ও) সনজয় দাশ উপস্থিত ছিলেন।
রবিবার সকাল সাড়ে ১০টায় থেকে দুপুর ১টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি সদরের বাজারে অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব অমান্য করা, সরকার ঘোষিত নির্ধারিত সময়ের পর দোকান খোলা রাখা, পথচারী সহ ব্যবসায়ীদের মাস্ক ব্যবহার না করা ও স্বাস্থ্য বিধি না মানায় দণ্ডবিধি ২৬৯ ধারায় ১৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার ৯শত ৫০ টাকা জরিমানা করা হয়।
অভিযান অব্যাহত থাকবে এবং আগামীতে স্বাস্থ্য বিধি না মানলে আরও কঠোর হবেন বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি।