শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০১:৪৯ অপরাহ্ন
কক্সবাজার টাইমস২৪:
তীব্র শ্বাসকষ্ট (করোনার উপসর্গ) নিয়ে ব্যাংক এশিয়া কক্সবাজার শাখার ব্যবস্থাপক গিয়াস উদ্দিন চৌধুরী (৪৭) মারা গেছেন। ইন্নালিল্লাহি– রাজিউন।
রোববার (১৪ জুন) দিবাগত রাত ১১ টার দিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ব্যাংকার গিয়াস উদ্দিন চৌধুরী শ্বাস কষ্টে ভোগলে গত ৭ জুন কক্সবাজার থেকে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা চলছিল।
রোববার (১৪ জুন) সন্ধ্যায় হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নেওয়া হয়।
ওখানে হাই ফ্লো নজল ক্যানোলা দিয়ে অক্সিজেন দেওয়া হয়। তবু সংকট কাটেনি।
অবশেষে রাত ১১ টার দিকে না ফেরার দেশে চলে যান কক্সবাজারের সবার পরিচিত এই ব্যাংকার।
উল্লেখ্য, গিয়াস উদ্দিন চৌধুরীর করোনা পরীক্ষায় রিপোর্ট ‘নেগেটিভ’ হয়। তবে, আগে থেকেই তার ডায়াবেটিস ছিল।