শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৫:০১ অপরাহ্ন
কক্সবাজার টাইমস২৪:
কক্সবাজার সদরের নাইক্যংদিয়া এসটি দাখিল মাদ্রাসার শিক্ষক ও পোকখালী ইউনিয়নের কাজি জাফর আলম ফরাজি (৬৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
সোমবার (১৫ জুন) সকাল ৬ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ২ ছেলে ৩ মেয়ের জনক।
মরহুম আবদুল খালেক ফরাজির ছেলে কাজি জাফর আলম ফরাজি কিডনি, ডায়াবেটিসের রোগি ছিলেন। তিনি পোকখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা ফরিদুল আলমের বড় জামাতা।
আজ বাদে আসর ফরাজিপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
এদিকে, কাজি জাফর আলম ফরাজির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার সমিতি কক্সবাজার জেলা শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী মুহাম্মদ মঞ্জুর আলম, সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম সিদ্দিকী ও সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা মুহাম্মদ নুরুল আজিম।
তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোকাহত স্বজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।