বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪
কক্সবাজার জেলায় ৮৮ জন এবং ভিন্ন জেলায় ১০ জনসহ ৯৮ জনের করোনা ‘পজেটিভ’ হয়েছে। বাকী ৩৭২ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।
কক্সবাজার জেলার ৮৮ জনের মধ্যে সদর উপজেলায় ৪৩ জন, উখিয়া উপজেলায় ৯ জন, রামু উপজেলায় ৩ জন, টেকনাফ উপজেলায় ১৫ জন, মহেশখালী উপজেলায় ১ জন, চকরিয়া উপজেলায় ৯ জন, পেকুয়া উপজেলায় ২ জন ও কুতুবদিয়া উপজেলায় ২ জন। এছাড়া শরনার্থী ক্যাম্পে কর্মরত ৪ জন এনজিও কর্মীর রিপোর্ট ‘পজেটিভ’ আসে।
ভিন্ন জেলার মধ্যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৮ জন, সাতকানিয়া উপজেলায় ১ জন এবং বান্দরবান জেলায় ১ রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।
সোমবার (১৫ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ৪৭০ জনের স্যাম্পল টেস্টের মধ্যে এই ফলাফল আসে।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
কক্সবাজার জেলায় আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৬০৪ জন। যার মধ্যে ৩৮ জন রোহিঙ্গা শরনার্থীও রয়েছে।
কক্সবাজার জেলায় করোনা রোগী মৃত্যুবরণ করেছেন মোট ২৭জন। যারমধ্যে, ৩জন রোহিঙ্গা শরনার্থীও আছে।
এদিকে, এ পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৩২ জন। রামু উপজেলায় আক্রান্ত হয়েছেন ১১৯ জন। চকরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৫৮ জন। পেকুয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭৪ জন। মহেশখালী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৫৫জন। কুতুবদিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৯ জন। টেকনাফ উপজেলায় আক্রান্ত হয়েছেন ১১৬ জন। উখিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ২৩৬ জন। রোহিঙ্গা শরনার্থী আক্রান্ত হয়েছেন ৩৮ জন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট করোনা স্যাম্পল টেস্ট করা হয়েছে মোট ১১৮৪৫ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৭০ জন করোনা রোগী।