রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন
মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১৫ বস্তা ভিজিডির চালসহ মোঃ কালু (৬৫) প্রকাশ কালু হাজী নামক এক ব্যক্তিকে পুলিশের নিকট সোপর্দ করেছেন জনতা।
সোমবার (১৫ জুন) বেলা ১ টার দিকে বাইশারী বাজার সংলগ্ন ষ্টীল ব্রীজের পুর্ব পাশ তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি ইউনিয়নের হলুদিয়াশিয়া গ্রামের বাসিন্দা মৃত তজিমুদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, টমটম গাড়ীতে করে সরকারী ভিজিডি চাউল নিয়ে বাইশারী বাজার হয়ে ঈদগড় সড়কের দিকে যাচ্ছিলেন কালু হাজি। স্থানীয়দের সন্দেহ হলে চালসহ তাকে আটক করে বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশের নিকট হস্তান্তর করা হয়।
তবে, আটক মোঃ কালু চালগুলো ভিজিডি কার্ডধারী মহিলাদের নিকট থেকে বস্তা প্রতি ১০০০ টাকা করে ক্রয় করেছেন বলে দাবী করেন।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মোঃ লিয়াকত আলী জানান, ঘটনাটি শুনে সাথে সাথে এস আই মাইনুদ্দিন ও এ এস আই ওমর ফারুক কে ঘটনাস্থলে পাঠানো হয়। চাউলসহ এক ব্যক্তিকে তদন্তকেন্দ্রে নিয়ে আসা হয়েছে।
বিষয়টি নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ও উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি আটক ব্যক্তি কে পুলিশ হেফাজতে রয়েছেন বলে জানান।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া আফরিন কচি জানান, সরকারী চাউল ক্রয় বিক্রয় অপরাধ। অবশ্যই তদন্ত পুর্বক ব্যবস্থা নেওয়া হবে।