শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪ঃ
টেকনাফ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবরাং ইউপি চেয়ারম্যান নূর হোসেনের বাড়ি থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোররাতে পুলিশের অভিযানের খবরে নূর হোসেন পালিয়ে যায়। এই ঘটনায় চেয়ারম্যানসহ আরো ৩ সহযোগির বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা হয়েছে।
ওসি প্রদীপ কুমার দাস জনিয়েছেন, সাবারাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা গডফাদার নূর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এই সময় নূর হোসেন ও তার তিন সহযোগী দিল মোহাম্মদ ( ৩৫), হাফেজ উল্লাহ (৪০), লালা (৩০) পালিয়ে যায়।
এই ঘটনায় নূর হোসেন চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান ওসি প্রদীপ।