সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৬ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪:
দীর্ঘ দিন ধরে করোনার সাথে লড়াই করে সুস্থ হলেন কক্সবাজার শহরের বিশিষ্ট ব্যবসায়ী, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কৃষি অফিস সড়কস্থ এআরসি টাওয়ারের মালিক আবদুর রহিম চৌধুরী।
রাজধানী ধানমন্ডির আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সোমবার (১৫ জুন) দুপুরে তিনি বাসায় ফিরেছেন।
করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন চিংড়ি পোনা উৎপাদনে জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তি আবদুর রহিম চৌধুরী।
সুস্থতার জন্য তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
পাশাপাশি আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, এলাকাবাসী, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী যারা তার জন্য দোয়া করেছেন, সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আবদুর রহিম চৌধুরী।