শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৪ অপরাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

ঘামের দুর্গন্ধ এড়াতে পারফিউমের সঠিক ব্যবহার

বার্তা কক্ষ / ৪১৫ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৪ অপরাহ্ন

কক্সবাজার টাইমস২৪ ডেস্ক:
এই গরমে করোনাভাইরাসের কারণে বাইরে বের হলে পরতে হচ্ছে মাস্ক। এতে গরম আরও বেশি অনুভূত হচ্ছে। ঘামও হচ্ছে তুলনামূলক বেশি। এমন অবস্থায় ঘামের দুর্গন্ধ অনেকের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। পারফিউম ব্যবহার করলেও এ থেকে নিস্তার মিলছে না। কারণ অনেকেরই অভিযোগ পারফিউম ব্যবহার করলেও খুব বেশিক্ষণ তার সুগন্ধ স্থায়ী হয় না।

পারফিউমের সুগন্ধ দীর্ঘক্ষণ থাকার জন্য এর সঠিক ব্যবহার জানতে হবে। সঠিকভাবে ব্যবহার করতে পারলে পারফিউমের সুবাস ঘামের দুর্গন্ধ দূর করবে। চলুন পারফিউম ব্যবহারের কয়েকটি সঠিক পদ্ধতি সম্পর্কে জেনে নিই।

# পারফিউমের সুগন্ধ বেশিক্ষণ ধরে রাখতে পারে চুল। তবে সরাসরি চুলে পারফিউম স্প্রে করবেন না। চিরুনিতে পারফিউম স্প্রে করে তারপরে সেটা দিয়ে মাথা আঁচড়ান।

# গোসলের পর পারফিউম লাগানোই সবচেয়ে ভালো।

# পারফিউম লাগানোর আগে শরীরে ময়েশ্চারাইজার মেখে নিন। তাতে গন্ধ দীর্ঘস্থায়ী হয়৷

# গলার দু’পাশে পারফিউম লাগাতে পারেন। তাতে গন্ধ দীর্ঘস্থায়ী হওয়ার সঙ্গে তীব্রও হবে।

# সম্ভব হলে বুকে পারফিউম স্প্রে করুন। তবে সরাসরি নয় ইঞ্চিদশেক দূর থেকে স্প্রে করুন।

# কনুই আর কবজিও পারফিউমের গন্ধ লাগানোর ভালো জায়গা। কারণ দেহের এই জায়গাগুলির উষ্ণতা অন্যান্য জায়গার চেয়ে বেশি।

# পারফিউম লাগিয়ে অনেকেই ঘষে ফেলেন৷ এটা ভুল। পারফিউমকে নিজে নিজে শুকোতে দিন।