শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৪:৪৪ অপরাহ্ন
কক্সবাজার টাইমস২৪
বিনামূল্যে করোনা পরীক্ষার জন্য ব্যক্তিগত তহবিল থেকে পৌরসভাকে উপকরণ প্রদান করেছেন কক্সবাজার মেয়র মুজিবুর রহমান।
পৌরবসীর স্বাস্থ্য সেবা নিশ্চিত করনের লক্ষে কোভিড-১৯ (করোনা ভাইরাস) পরীক্ষার সামগ্রীর মধ্যে পিপিই ৫০পিস, মাস্ক ৫৫০ পিস, গ্লাবস ১২০০ পিস, সোয়াব স্টিক ২০০০ পিস, রেড টেস্ট টিউব ১৫০০ পিস, টাং ডিপ্রেশনার ৮০০ পিস, হ্যক্সিসল ৭০টি, সেইব সিট ৭০ পিস, হ্যান্ড স্যানিটাইজার ২০০০ পিস।
পৌরসভার প্যানেল মেয়র-১ মাহাবুবুর রহমানের নিকট সামগ্রী হস্তান্তর করেন মেয়রের পক্ষে তার ছোট ভাই এনামুল হক।
এসময় পৌরসভার কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।