শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

কক্সবাজার জেলায় ৮২ জনের করোনা পজেটিভ

বার্তা কক্ষ / ২৬১ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৭ পূর্বাহ্ন

কক্সবাজার টাইমস২৪:
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মঙ্গলবার (১৬ জুন) ৬১০ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ৯৬ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়। তারমধ্যে কক্সবাজার জেলায় ৮২ জন এবং ভিন্ন জেলায় ১৪ জনের টেস্ট রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। বাকী ৫১৪ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার জেলার ৮২ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৩৮ জন, উখিয়া উপজেলায় ৮ জন, রামু উপজেলায় ২ জন, টেকনাফ উপজেলায় ২২ জন, মহেশখালী উপজেলায় ৩ জন, চকরিয়া উপজেলায় ৩ জন, পেকুয়া উপজেলায় ৫ জন ও কুতুবদিয়া উপজেলায় ১ জন।

ভিন্ন জেলার মধ্যে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ৫ জন এবং বান্দরবান জেলায় ৮ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।

এনিয়ে কক্সবাজার জেলায় আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৬৮৭ জন।

কক্সবাজার জেলায় করোনা রোগী মৃত্যুবরণ করেছেন মোট ২৮জন। যারমধ্যে, কক্সবাজার সদর উপজেলায় ১৭ জন, রামু উপজেলায় ১ জন, চাকরিয়া উপজেলায় ৩ জন, কুতুবদিয়া উপজেলায় ১ জন, উখিয়া উপজেলায় ৩ জন ও টেকনাফ উপজেলায় ৩ জন।

এদিকে, এ পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭৪ জন। রামু উপজেলায় আক্রান্ত হয়েছেন ১২২ জন। চকরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৬০ জন। পেকুয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭৯ জন। মহেশখালী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৫৯জন। কুতুবদিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ১০ জন। টেকনাফ উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৩৮ জন। উখিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ২৪৫ জন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট করোনা স্যাম্পল টেস্ট করা হয়েছে মোট ১২৪৫৫ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪১০ জন করোনা রোগী।

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে স্যাম্পল টেস্ট গত ২ এপ্রিল শুরু হওয়ার পর থেকে ৭৫ দিনের মধ্যে আজ ১৬ জুন মঙ্গলবারই সর্বোচ্চ সংখ্যক ৬১০ জনের স্যাম্পল টেস্ট করা হয়।