বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:০৪ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪:
অবশেষে করোনামুক্ত হলেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক, কক্সবাজার ভিশন ডটকমের সম্পাদক ও প্রকাশক আনছার হোসেন।
মঙ্গলবার (১৬ জুন) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবের ফলোআপ টেষ্টে তার রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।
সেই সাথে তার ছোট চাচাতো ভাই ইমনের ফলোআপ রিপোর্ট ‘নেগেটিভ’ হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) রাত ১১টায় আনছার হোসেন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিক্রিয়ায় তিনি বলেন, সেই সব মানুষের প্রতিও কৃতজ্ঞতা, শ্রদ্ধা আর ভালোবাসা, যারা কোন স্বার্থ ছাড়াই প্রতিনিয়ত আমাদের খবর নিয়েছেন, পরামর্শ দিয়েছেন, অভয় দিয়েছেন, ঘরে এসে ভালোবাসা দেখিয়েছেন।
আপনাদের সেই ঋণ আামি শোধ করতে পারবো না।
মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন।
উল্লেখ্য, গত ২ জুন সাংবাদিক আনছার হোসেনের করোনা শনাক্ত হয়।