রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজদের আইনের কাঠগড়ায় হাজির করা হবে কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ বিশ্ব মানবিক দিবস ২০২৪ উপলক্ষে আলোচনা সভা সাবেক সেনা কর্মকর্তা পরিচয়ে কক্সবাজারে আবাসিক হোটেল দখলের অভিযোগ

কক্সবাজার পৌর কাউন্সিলর মিজান করোনামুক্ত

বার্তা কক্ষ / ২৬০ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন

কক্সবাজার টাইমস২৪: 

দ্বিতীয় ফলোআপ পরীক্ষায় করোনামুক্ত হলেন কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর রহমান।

বুধবার (১৭ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব থেকে তাঁর স্যাম্পল টেস্টের ফলোআপ রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।

বিষয়টি কাউন্সিলর মিজানুর রহমান নিজেই নিশ্চিত করেছেন।

তিনি জানান, তাঁর শরীরে এখন করোনা ভাইরাস এর কোন উপসর্গ নেই। তিনি সুস্থ।

কাউন্সিলর মিজান গত ২৮ জুন করোনায় আক্রান্ত হন। এরপর থেকে তিনি নুনিয়াছড়াস্থ নিজ বাসভবনে আইসোলেশনে থাকেন।

প্রথম ফলোআপ টেস্টে করেন গত ৯ জুন। সেদিন তার রিপোর্ট ‘পজেটিভ’ হয়।

১০ জুন রামু আইসোলেশন সেন্টারে ভর্তি হয়ে সেখানে চিকিৎসা নেন।

প্রসঙ্গত, কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ড থেকে মিজানুর রহমান পরপর দুই বারের নির্বাচিত কাউন্সিলর।