বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন
মুহাম্মদ উল্লাহ মাহদীঃ
করোনায় স্থবির বিশ্বময়
চারিদিকে কান্নার রোল
অশ্রুজলে ভাসে।
কত অক্সিজেন নিয়েছি মোরা
রবের দেওয়া নেয়ামত।
ভেবেছি কি কখনো
করেছি কি হিসাব।
নিরালায় বসে
বাতায়ণের পাঁশে।
যদি তারই দাম দেওয়া হতো
কখনো কি শুধিবার তরে।
আজ মরছে মানুষ
ধোকে ধোকে আইসিইউর অভাবে
অক্সিজেনের তরে।
তবু কি রবের দেওয়া
নেয়ামতের শুকরিয়া
করছি মোরা ভাই?
মনুষ্য মোরা সৃষ্টির সেরা
তবু হীন দুর্বল।