শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৩:১১ অপরাহ্ন
কক্সবাজার টাইমস২৪:
কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ খায়রুজ্জামানের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার (১৭ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবের রিপোর্টে তার করোনা ধরা পড়ে।
তিনি, হোম আইসোলেশনে রয়েছে।
কয়েক দিন আগে মোঃ খায়রুজ্জামানের শরীরে জ্বর হয়। ১৩ জুন স্যাম্পল জমা দেন। ৫ দিনের মাথায় রিপোর্ট হাতে পান, যাতে ‘পজিটিভ’ হয়েছে।
মোঃ খায়রুজ্জামানসহ বুধবার পর্যন্ত জেলা পুলিশের ৬৯ জন সদস্য করোনা আক্রান্ত হলেন।
চলমান লকডাউনে মোঃ খায়রুজ্জামানের মানবিক ভূমিকা ছিল খুবই প্রশংসনীয়। পুলিশের মধ্যে তিনি ভালো একজন কর্মকর্তা হিসেবে পরিচিত।