বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:০১ অপরাহ্ন
মোঃ নাছির উদ্দিনঃ
ক্ষণে ক্ষণে শুনছি কেবল
জীবন নেয়ার খবর
জানিনাতো কখন আমায়
ডাকবে আমার কবর।
হে বিধাতা ক্ষমা করো
আমি পাপী বান্দা
সারাজীবন পাপের পথে
করেছিতো ধান্ধা।
শূণ্য হাতে কেমনে দাঁড়াই
তোমার মুখোমুখি
গোনাহর ভারে ন্ব্যুজ আমি
আমি জনমদুখি।
বিপদদিনে ডাকছি তোমায়
রহম করো প্রভু
করবে ক্ষমা বলেছোতো
পাপী আমি তবু।
এ ভরসায় দিনে-রাতে
ভাসি চোখের জলে
আখেরেতে দয়া তোমার
ভাগ্যে যদি ফলে।