শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক

কক্সবাজার জেলায় করোনা শনাক্ত ৮০, একদিনে হাফ সেঞ্চুরি সদরে

বার্তা কক্ষ / ২৫১ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন

কক্সবাজার টাইমস২৪
একদিন এই করোনা রোগীর হাফ সেঞ্চুরি করল কক্সবাজার সদর।
সদরসহ জেলায় মোট আক্রান্ত হয়েছে ৮০ জন। ভিন্ন জেলার রয়েছে ২০ জন। আক্রান্তের তালিকায় একজন রোহিঙ্গাও রয়েছে।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাব বুধবার (১৭ জুন) এই রিপোর্ট দিয়েছে।
এদিন ৬৫৩ জনের স্যাম্পল টেস্টের মধ্যে মোট ১০৩ জনের রিপোর্ট ‘পজেটিভ’ এসেছে।
বাকী ৫৫০ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।
বুধবার ‘পজেটিভ’ রিপোর্ট পাওয়া কক্সবাজার জেলার ৮০ জন করোনা রোগীর মধ্যে কক্সবাজার সদর উপজেলায় ৫০ জন, উখিয়া উপজেলায় ৭ জন, টেকনাফ উপজেলায় ১০ জন, মহেশখালী উপজেলায় ৪ জন ও চকরিয়া উপজেলায় ৯ জন
ভিন্ন জেলার মধ্যে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ৩ জন এবং বান্দরবান জেলায় ১৭ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে। এছাড়া আগে করোনা আক্রান্ত হওয়া ২ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।
এনিয়ে কক্সবাজার জেলায় আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৭৬৮ জন।
কক্সবাজার জেলায় করোনা রোগী মৃত্যুবরণ করেছেন মোট ২৮জন। যারমধ্যে, কক্সবাজার সদর উপজেলায় ১৭ জন, রামু উপজেলায় ১ জন, চাকরিয়া উপজেলায় ৩ জন, কুতুবদিয়া উপজেলায় ১ জন, উখিয়া উপজেলায় ৩ জন ও টেকনাফ উপজেলায় ৩ জন।
এদিকে, এ পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২৩ জন। রামু উপজেলায় আক্রান্ত হয়েছেন ১২৩ জন। চকরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৬৯ জন। পেকুয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭৯ জন। মহেশখালী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৬৪ জন। কুতুবদিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ১০ জন। টেকনাফ উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৪৮ জন। উখিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ২৫২ জন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট করোনা স্যাম্পল টেস্ট করা হয়েছে মোট ১৩১০৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৪৯ জন করোনা রোগী।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে স্যাম্পল টেস্ট গত ২ এপ্রিল শুরু হওয়ার পর থেকে ৭৭ দিনের মধ্যে আজ ১৭ জুন বুধবার একদিনে সর্বোচ্চ সংখ্যক ৬৫৩ জনের স্যাম্পল টেস্ট করা হয়।