বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:১১ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪
কক্সবাজার সিটি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নাল আবেদীন (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোর ৩টা বেজে ১৫ মিনিটে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি কক্সবাজার সদরের ভারুয়াখালি সেগুনবাগিচা এলাকার বাসিন্দা মরহুম শের আলী মিয়ার বড় ছেলে। বর্তমানে কক্সবাজার শহরের গোলদীঘির পাড় এলাকায় স্বপরিবারে বসবাস করেন। তিনি ২ ছেলে ১ মেয়ের জনক।
মৃত্যুর খবরটি সিবিএনকে নিশ্চিত করেছেন প্রফেসর জয়নালের ছোটভাই সাংবাদিক সৈয়দ জালাল উদ্দিন।
তিনি জানান, ডায়াবেটিসসহ বেশ কিছু রোগে আক্রান্ত ছিলেন প্রফেসর জয়নাল আবেদীন। তাকে মঙ্গলবার চট্টগ্রামে নেয়া হয়। তার করোনা নেগেটিভ।
পরিবারে ৪ ভাই ৫ বোনের মধ্যে সবার বড় জয়নাল আবেদীন। ৫০ দিন তাদের মায়ের মৃত্যু হয়েছে।
আজ জুহর নামাজের পর ভারুয়াখালী দ্বীপশিখা স্কুল মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।