শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৪ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪:
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বৃহস্পতিবার (১৮ জুন) জেলার ১১৩ জনের রিপোর্ট পজিটিভ হয়েছে।
মোট ৭৫০ জনের স্যাম্পল টেস্টের মধ্যে কক্সবাজার জেলায় ৭৭জন, রোহিঙ্গা ৩ জন, ভিন্ন জেলায় ২৯ জন ও ফলোআপ রিপোর্টে ৪ জনের ‘পজিটিভ’ পাওয়া গেছে। বাকী ৬৩৭ জনের স্যাম্পল টেস্টের রিপোর্ট ‘নেগেটিভ’ পাওয়া যায়।
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এতথ্য নিশ্চিত করেছেন।
তার দেয়া তথ্য মতে- কক্সবাজার সদর উপজেলায় ২৪ জন, উখিয়া উপজেলায় ৭ জন, টেকনাফ উপজেলায় ১৩ জন, মহেশখালী উপজেলায় ৬ জন, চকরিয়া উপজেলায় ৮ জন, রামু উপজেলায় ১৫ জন, পেকুয়া উপজেলায় ৩ জন ও কুতুবদিয়া উপজেলায় ১ জন।
ভিন্ন জেলার মধ্যে বান্দরবান জেলায় ২৯ জন ও রোহিঙ্গা শরনার্থী ৩ জনের রিপোর্ট ‘পজেটিভ’ পাওয়া গেছে।
এছাড়া আগে করোনা আক্রান্ত হওয়া ৪ জনের রিপোর্ট পজেটিভ পাওয়া যায়।
এনিয়ে কক্সবাজার জেলায় আজ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ১৮৪৬ জন।
কক্সবাজার জেলায় করোনা রোগী মৃত্যুবরণ করেছেন মোট ২৯জন। যারমধ্যে, কক্সবাজার সদর উপজেলায় ১৭ জন, রামু উপজেলায় ১ জন, চাকরিয়া উপজেলায় ৩ জন, মহেশখালী উপজেলায় ১ জন, কুতুবদিয়া উপজেলায় ১ জন, উখিয়া উপজেলায় ৩ জন ও টেকনাফ উপজেলায় ৩ জন।
এদিকে, এ পর্যন্ত কক্সবাজার সদর উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৪৭ জন। রামু উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৩৮ জন। চকরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৭৭ জন। পেকুয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৮২ জন। মহেশখালী উপজেলায় আক্রান্ত হয়েছেন ৭০ জন। কুতুবদিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ১১ জন। টেকনাফ উপজেলায় আক্রান্ত হয়েছেন ১৬৩ জন। উখিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ২৫৯ জন। এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে মোট করোনা স্যাম্পল টেস্ট করা হয়েছে মোট ১৩৮৫৮ জনের। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৮৯ জন করোনা রোগী।
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে স্যাম্পল টেস্ট গত ২ এপ্রিল শুরু হওয়ার পর থেকে ৭৭ দিনের মধ্যে আজ বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ সংখ্যক ৭৫০ জনের স্যাম্পল টেস্ট করা হয়।