শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

ঈদগাঁওতে ভারি বর্ষণে ভেসে গেল কাঠের ব্রীজ, যোগাযোগ বিচ্ছিন্ন

বার্তা কক্ষ / ৩২৯ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

এম আবু হেনা সাগর, ঈদগাঁওঃ
কক্সবাজার সদরের ঈদগাঁও ইউনিয়নের মাইজপাড়া-মেহেরঘোনা সংযোগ সড়কে কাঠের ব্রীজটি ভারী বর্ষণে ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ভেসে গেছে। এতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
মাইজ পাড়া-মেহেরঘোনা নদীর উপর ৩৫ মিটারের ব্রিজটি ভেঙে পড়ায় চরম চরম দুর্ভোগে নদীর দু’পাড়ের প্রায় ১৫ হাজার মানুষ।
ব্রীজটি হয়ে বৃহত্তর মাইজপাড়াসহ বৃহৎ এলাকার বিভিন্ন গ্রামাঞ্চলের লোক জনও প্রয়োজনে নানা কাজকর্মে আসা যাওয়া করত। কিন্তু এটি ঢলের পানির তোড়ে ভেসে যাওয়ায় স্থানীয়দের মরন দশায় ভোগতে হচ্ছে।
দীর্ঘ তিন বছরও পূরণ হয়নি ব্রিজ নির্মাণের দাবী। জনপ্রতিনিধি আশ্বাসের বাণী শোনালেও তা কেবল হাততালির মাঝে সীমাবদ্ব ছিল। ফলে এই আধুনিক যুগেও উন্নয়ন হয়নি সড়ক যোগাযোগ ব্যবস্থা।
স্থানীয় মহিলা ইউপি সদস্যা নুর জাহান নিলা কাঠের ব্রীজটি প্রবল বর্ষন আর ঢলের পানিতে ভেসে যাওয়ার সত্যতা নিশ্চিত করেন।
বৃষ্টি কমলেই কাঠের ব্রীজটি পুনরায় নির্মান করা হবে বলে জানিয়েছেন ইউপি সদস্য বজলুর রশিদ।
কক্সবাজার সদর রামু আসনের সাংসদ, উপজেলা নির্বাহী কর্মকতা, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, ঈদগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট এলাকাবাসীর দাবী- টেকসই একটি ব্রীজটি নির্মাণ করে যাতায়াতের সুব্যবস্থা করা হউক।