সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

মধুফলে ভরপুর সাতকানিয়া বাজার

বার্তা কক্ষ / ৩৫২ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন

নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়াঃ
সাতকানিয়া উপজেলার প্রত্যেকটি বাজার মধুমাস জৈষ্ঠ্যের মধুফলে ভরপুর হয়ে উঠেছে। এ মাসে নানা রঙের নানা স্বাদের এই হরেক রকমের পুষ্টিগুণে ভরপুর ফল আসে বাজারে। ফলগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অত্যান্ত সুস্বাদু।

তাই তো রসালো শাঁসালো হরেকরকম ফলের ডালি নিয়ে হাজির হয় বলে জৈষ্ঠ্যের আরেক নাম মধুমাস। মধুমাসে বাজারে পাওয়া যায় রসালো লিচু,আনারস,আম, কাঁঠাল, তালের শাঁস, জামরুল ইত্যাদি।

সরেজমিনে উপজেলার কয়েকটি বাজারে গিয়ে দেখা যায়, প্রত্যেকটি বাজার ভরপুর হয়ে উঠেছে মধুমাসের নানা প্রজাতীর ফলমূল। স্থায়ী দোকানদার ছাড়াও বেশিরভাগই রাস্তার ধারে মৌসুমি ব্যবসায়ীরা ফলমূলের পসরা সাজিয়ে বসেছেন। বেচাবিক্রিও হচ্ছে ভালো।

ফলক্রেতা মোহাম্মদ নুরুল আমিন বলেন, অন্যান্য ফলমূলের চেয়ে লিচুর দাম একটু বেশি। তারপরও মৌসুমি ফলের প্রতি মানুষের আগ্রহ বেশি।

সাতকানিয়া রাস্তার মাথা বাজারের মৌসুমি আড়ৎদার মেসার্স নূর মোহাম্মদ এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী নুর মোহাম্মদ বলেন, মধুমাসের ফলগুলোর মধ্যে আমের চাহিদা তুঙ্গে।আমার এখানে বিভিন্ন প্রজাতির আম পাওয়া যায়, তবে দামও রয়েছে বিভিন্ন ধরনের।২৫ টাকা থেকে শুরু করে ৫০/৭০ টাকা পর্যন্ত পাইকারি বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য মধুফলগুলোর প্রতিও মানুষের আগ্রহের কমতি নেই।