শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৬ পূর্বাহ্ন
নুরুল ইসলাম সবুজ, সাতকানিয়াঃ
সাতকানিয়া উপজেলার প্রত্যেকটি বাজার মধুমাস জৈষ্ঠ্যের মধুফলে ভরপুর হয়ে উঠেছে। এ মাসে নানা রঙের নানা স্বাদের এই হরেক রকমের পুষ্টিগুণে ভরপুর ফল আসে বাজারে। ফলগুলো দেখতে যেমন সুন্দর খেতেও অত্যান্ত সুস্বাদু।
তাই তো রসালো শাঁসালো হরেকরকম ফলের ডালি নিয়ে হাজির হয় বলে জৈষ্ঠ্যের আরেক নাম মধুমাস। মধুমাসে বাজারে পাওয়া যায় রসালো লিচু,আনারস,আম, কাঁঠাল, তালের শাঁস, জামরুল ইত্যাদি।
সরেজমিনে উপজেলার কয়েকটি বাজারে গিয়ে দেখা যায়, প্রত্যেকটি বাজার ভরপুর হয়ে উঠেছে মধুমাসের নানা প্রজাতীর ফলমূল। স্থায়ী দোকানদার ছাড়াও বেশিরভাগই রাস্তার ধারে মৌসুমি ব্যবসায়ীরা ফলমূলের পসরা সাজিয়ে বসেছেন। বেচাবিক্রিও হচ্ছে ভালো।
ফলক্রেতা মোহাম্মদ নুরুল আমিন বলেন, অন্যান্য ফলমূলের চেয়ে লিচুর দাম একটু বেশি। তারপরও মৌসুমি ফলের প্রতি মানুষের আগ্রহ বেশি।
সাতকানিয়া রাস্তার মাথা বাজারের মৌসুমি আড়ৎদার মেসার্স নূর মোহাম্মদ এন্টারপ্রাইজ’র স্বত্বাধিকারী নুর মোহাম্মদ বলেন, মধুমাসের ফলগুলোর মধ্যে আমের চাহিদা তুঙ্গে।আমার এখানে বিভিন্ন প্রজাতির আম পাওয়া যায়, তবে দামও রয়েছে বিভিন্ন ধরনের।২৫ টাকা থেকে শুরু করে ৫০/৭০ টাকা পর্যন্ত পাইকারি বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য মধুফলগুলোর প্রতিও মানুষের আগ্রহের কমতি নেই।