শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক জামিনে বেরিয়ে এসে মালুমঘাটে হত্যা মামলার আসামীদের হামলা লুটপাট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজদের আইনের কাঠগড়ায় হাজির করা হবে কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ

সুগন্ধা পয়েন্টে অবৈধ স্থাপনা উচ্ছেদ, দুই দখলদারকে ১৫ হাজার টাকা জরিমানা

বার্তা কক্ষ / ২৯৩ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন

কক্সবাজার টাইমস২৪:
কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টের শুটকী মার্কেটে অবৈধভাব স্থাপনা উচ্ছেদ এবং নির্মাণ সামগ্রী জব্দ করা হয়েছে।

এ সময় রেড জোনের নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় দুই দখলদারকে ১৫ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে।

রবিবার (২১ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এই অভিযান পরিচালনা করেন।

তিনি জানান, রেড জোনের নির্দেশনা অমান্য করে শ্রমিক জমায়েত ও স্থাপনার কাজ করছিলেন কিছু দখলবাজ।

স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নির্মিত কাজ গুড়িয়ে দেয়া হয়েছে। জব্দ করা হয়েছে নির্মাণ সামগ্রী।

রেড জোনের নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় হাজি জসিম উদ্দিন ও সরওয়ার আলমকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে সতর্ক করা হয়েছে বলে জানান এসিল্যান্ড মুহাম্মদ শাহরিয়ার মুক্তার।