শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২২ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪:
কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টের শুটকী মার্কেটে অবৈধভাব স্থাপনা উচ্ছেদ এবং নির্মাণ সামগ্রী জব্দ করা হয়েছে।
এ সময় রেড জোনের নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় দুই দখলদারকে ১৫ হাজার টাকা নগদ জরিমানা করা হয়েছে।
রবিবার (২১ জুন) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এই অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, রেড জোনের নির্দেশনা অমান্য করে শ্রমিক জমায়েত ও স্থাপনার কাজ করছিলেন কিছু দখলবাজ।
স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নির্মিত কাজ গুড়িয়ে দেয়া হয়েছে। জব্দ করা হয়েছে নির্মাণ সামগ্রী।
রেড জোনের নির্দেশনা এবং স্বাস্থ্যবিধি অমান্য করায় হাজি জসিম উদ্দিন ও সরওয়ার আলমকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তাদেরকে সতর্ক করা হয়েছে বলে জানান এসিল্যান্ড মুহাম্মদ শাহরিয়ার মুক্তার।