রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০২ অপরাহ্ন
এম.মনছুর আলম, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া যুবক মোহাম্মদ বাদশা (৩০) মরদেহ একদিন পর উদ্ধার হয়েছে।
রবিবার (২১জুন) সকাল ৮টায় উপজেলার কোনাখালী ইউনিয়নের ডউয়াখালীর চরে স্থানীয় লোকজন ওই যুবকের লাশ দেখতে পায়। পরে পেকুয়া ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে নিহত বাদশার মরদেহ উদ্ধার করেন।
কোনাখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, মাতামুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধারের পর তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, শনিবার সকালে কোনখালীর ইউনিয়নস্থ খাসপাড়া পয়েন্ট এলাকায় মাতামুহুরী নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয় বাদশা নামের ওই যুবক। নিখোঁজের একদিন পর তার মরদেহ উদ্ধার হয়।