বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কক্সবাজারের উপসহকারী প্রকৌশলী মো: হারুন আর রশিদ করোনা আক্রান্ত হয়েছেন।
রবিবার (২১ জুন) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব থেকে প্রকাশিত রিপোর্টে এই তথ্য জানা গেছে।
শনিবার তিনি স্যাম্পল জমা দিয়েছিলেন।
মো: হারুন আর রশিদ বর্তমানে বিসিক কক্সবাজার অফিসের তৃতীয় তলার গেস্টরুমের হোম আইসোলেশনে রয়েছেন।
এই খবর জানিয়েছেন বিসিকের অডিট অফিসার ইদ্রিস আলী।
তিনি জানান, উপসহকারী প্রকৌশলী মো: হারুন আর রশিদের সামান্য জ্বর ও কাশি দেখা দিলে করোনার স্যাম্পল জমা দেন। এতে রিপোর্ট পজিটিভ আসে।
তবে, তার শারীরিক অবস্থা তত যুক্তিপূর্ণ নয় বলে জানান ইদ্রিস আলী।
এদিকে, উপসহকারী প্রকৌশলী মো: হারুন আর রশিদের করোনা শনাক্ত হওয়ার পরে কক্সবাজারের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা আতঙ্কে রয়েছেন।
যারা তার সাথে এতদিন অফিসিয়াল কাজকর্ম ও এক সঙ্গে চলাফেরা করেছেন, তারা নিজেদের নিয়ে আশঙ্কা করছেন।