বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক জামিনে বেরিয়ে এসে মালুমঘাটে হত্যা মামলার আসামীদের হামলা লুটপাট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা

বিসিকের উপসহকারী প্রকৌশলী মো: হারুন আর রশিদ করোনায় আক্রান্ত

বার্তা কক্ষ / ৫৭৮ বার পড়ছে
আপলোড : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩১ পূর্বাহ্ন

কক্সবাজার টাইমস২৪
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কক্সবাজারের উপসহকারী প্রকৌশলী মো: হারুন আর রশিদ করোনা আক্রান্ত হয়েছেন।

রবিবার (২১ জুন) কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাব থেকে প্রকাশিত রিপোর্টে এই তথ্য জানা গেছে।

শনিবার তিনি স্যাম্পল জমা দিয়েছিলেন।

মো: হারুন আর রশিদ বর্তমানে বিসিক কক্সবাজার অফিসের তৃতীয় তলার গেস্টরুমের হোম আইসোলেশনে রয়েছেন।

এই খবর জানিয়েছেন বিসিকের অডিট অফিসার ইদ্রিস আলী।

তিনি জানান, উপসহকারী প্রকৌশলী মো: হারুন আর রশিদের সামান্য জ্বর ও কাশি দেখা দিলে করোনার স্যাম্পল জমা দেন। এতে রিপোর্ট পজিটিভ আসে।

তবে, তার শারীরিক অবস্থা তত যুক্তিপূর্ণ নয় বলে জানান ইদ্রিস আলী।

এদিকে, উপসহকারী প্রকৌশলী মো: হারুন আর রশিদের করোনা শনাক্ত হওয়ার পরে কক্সবাজারের অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা আতঙ্কে রয়েছেন।

যারা তার সাথে এতদিন অফিসিয়াল কাজকর্ম ও এক সঙ্গে চলাফেরা করেছেন, তারা নিজেদের নিয়ে আশঙ্কা করছেন।