রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মামুনুল হক করোনায় আক্রান্ত

বার্তা কক্ষ / ৭৮৮ বার পড়ছে
আপলোড : রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫১ অপরাহ্ন

কক্সবাজার টাইমস২৪ ##

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মামুনুল হক করোনায় আক্রান্ত হয়েছেন।

রবিবার (২১ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তার করার করোনা শনাক্ত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী।

ডাক্তার মামুনুল হক পারিবারিক সম্পর্কে তার মামাতো ভাই।

এটিএম নুরুল বশর চৌধুরী বলেন, সংবাদটি খুবই উদ্বেগজনক। বাংলাদেশের মানচিত্রে অবহেলীত একমাত্র উপজেলা দ্বীপ কুতুবদিয়া -নেই বিদ্যুৎ,নেই কোন চিকিৎসার সুব্যবস্থা।

কুতুবদিয়ায় অথবা পাশ্ববর্তী উপজেলা পেকুয়ায় পর্যাপ্ত করোনা টেষ্ট, হাই ফ্লো অক্সিজেন এবং জনবল বাড়ানোর জন্যে কর্তৃপক্ষকে এ বিষয়ে বিশেষ নজর দেয়ার অনুরোধ করছি।

উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী আরো বলেন, আক্রান্ত চিকিৎসকের সু চিকিৎসা নিশ্চিত এবং একই সাথে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, সহযোগীদের যথাযথ প্রটেকশন, আবাসন, খাদ্যসহ অন্যান্য সুবিধা প্রদানের এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন্যান্য রোগীদের নিরাপত্তা, নিরাপদ সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জানাচ্ছি।