বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন
কক্সবাজার টাইমস২৪ ##
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মামুনুল হক করোনায় আক্রান্ত হয়েছেন।
রবিবার (২১ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তার করার করোনা শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী।
ডাক্তার মামুনুল হক পারিবারিক সম্পর্কে তার মামাতো ভাই।
এটিএম নুরুল বশর চৌধুরী বলেন, সংবাদটি খুবই উদ্বেগজনক। বাংলাদেশের মানচিত্রে অবহেলীত একমাত্র উপজেলা দ্বীপ কুতুবদিয়া -নেই বিদ্যুৎ,নেই কোন চিকিৎসার সুব্যবস্থা।
কুতুবদিয়ায় অথবা পাশ্ববর্তী উপজেলা পেকুয়ায় পর্যাপ্ত করোনা টেষ্ট, হাই ফ্লো অক্সিজেন এবং জনবল বাড়ানোর জন্যে কর্তৃপক্ষকে এ বিষয়ে বিশেষ নজর দেয়ার অনুরোধ করছি।
উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী আরো বলেন, আক্রান্ত চিকিৎসকের সু চিকিৎসা নিশ্চিত এবং একই সাথে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত অন্যান্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, সহযোগীদের যথাযথ প্রটেকশন, আবাসন, খাদ্যসহ অন্যান্য সুবিধা প্রদানের এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা অন্যান্য রোগীদের নিরাপত্তা, নিরাপদ সুচিকিৎসা নিশ্চিতের আহ্বান জানাচ্ছি।