বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪ঃ
সৌদি আরবের শরিকামক্কা টাওয়ারের বিশিষ্ট ব্যবসায়ী, লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদিআরবের উপদেষ্টা মুহাম্মদ নাজিম উদ্দিন ও সদস্য বাহার উদ্দিন বাহারের মা আয়েশা বেগম (৬২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
রবিবার (২১ জুন) দিবাগত রাত ১১টা ৪০ মিনিটের সময় চট্টগ্রাম নগরীর ডেলটাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি আধুনগর ইউনিয়নে গাটিয়ার পাড়া নিবাসী, লোহাগাড়া উপজেলার খ্যাতনামা ফুটবলার মরহুম বাদশাহ মিয়ার সহধর্মিণী।
সোমবার (২২ জুন) সকাল ১১টায় আধুনগর ইসলামীয় মাদ্রাসা মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আয়েশা বেগমের লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদিআরবের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন সংগঠনের সদস্য সচিব সাংবাদিক খলিল চৌধুরী।
তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।