শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক জামিনে বেরিয়ে এসে মালুমঘাটে হত্যা মামলার আসামীদের হামলা লুটপাট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজদের আইনের কাঠগড়ায় হাজির করা হবে কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ

গর্জনিয়ার মাইন্নাকাটায় ১০ হেক্টর জমিতে হচ্ছে সামাজিক বনায়ন

বার্তা কক্ষ / ৩৬৩ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মইন্নাকাটা গ্রামে বাঁকখালী রেঞ্জের অধীনে ১০ হেক্টর জমিতে সামাজিক বনায়নের চারা রোপণের কাজ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২২জুন) সকালে চারা রোপন কাজ উদ্বোধন করেন গর্জনিয়া ইউনিয়নের প্রথম সিভিল ইঞ্জিনিয়ার মৃত নুরুল হাকিমের কনিষ্ঠ ছেলে সাংবাদিক নেজাম উদ্দিন।

তিনি জানান, সরকার দরিদ্র অসহায় উপকারভোগী পরিবার ও সবুজ বনায়ন করতে এই কার্যক্রম হাতে নিয়েছে।

এতে উপকারভোগী অসহায় পরিবার আর্থিকভাবে লাভবান হবে। পাশাপাশি সামাজিক বনায়নের মাধ্যমে সবুজ বন ফিরে পাবে।

উদ্বোধক সাংবাদিক নেজাম উদ্দিন কক্সবাজার উত্তর বন বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সেই সাথে বাঁকখালী রেঞ্জ কর্মকর্তা এমকেএম আতা এলাহী আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান।

চারা রোপন উদ্বোধনের সময় উপস্থিত হেড়ম্যান মোঃ ওসমান ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।