সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪ঃ
বাংলাদেশ ফুটবল সাপোর্টারস ফোরাম কক্সবাজার জেলা কমিটি কেন্দ্রের অনুমোদন পেয়েছে।
ফোরামের কেন্দ্রীয় সভাপতি, প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক কাজী শহীদুল আলম, সাধারণ সম্পাদক শাহাদাত জুবাইর প্রাথমিকভাবে তিন সদস্য বিশিষ্ট কক্সবাজার জেলা কমিটি অনুমোদন দেন।
২২ জুন অনুমোদিত কমিটিতে সাংবাদিক এম আর মাহবুব সভাপতি, মাহবুবুর রহমান সাধারণ সম্পাদক ও শাফায়েত মুন্নাকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
যেখানেই বাংলাদেশ সেখানেই ফোরাম প্রতিবাদে সারা দেশে কাজ করছে বাংলাদেশ ফুটবল সাপোর্টারস ফোরাম।
তারই ধারাবাহিকতায় কক্সবাজার জেলার কমিটি অনুমোদিত হল।
কমিটি অনুমোদনের পর প্রতিক্রিয়ায় সভাপতি এম আর মাহবুব বলেন, কক্সবাজারের বিকাশমান ফুটবল সঠিক পথে রাখতে আমরা সংকল্পবদ্ধ। আমরা কক্সবাজারের ফুটবল সংগঠক, কোচ, সাবেক ও বর্তমান ফুটবলার, সর্বোপরি জেলার প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে-ছিটিয়ে থাকা অজস্র ফুটবল ফ্যানদের সহযোগিতা কামনা করছি।