শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক

রাঙামাটিতে ঘোড়ার মাংসকে গরুর গোস্ত বলে বিক্রিকালে দুইজন আটক

বার্তা কক্ষ / ৩৪১ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৮:৪৫ অপরাহ্ন

আলমগীর মানিক, রাঙামাটি
রাঙামাটি শহরে ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রি করার অপরাধে নুরুল আফসার (৪৮) ও আইয়ুব আলী (২৯) নামক দুই মাংস বিক্রেতাকে ৬দিনের কারাদন্ড দিয়ে জেল হাজতে প্রেরণ করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার শহরের রিজার্ভ বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাঙামাটির লংগদু উপজেলাধীন মাইনী থেকে তিনজন ব্যক্তি লঞ্চযোগে রিজার্ভ বাজারে জবাইকৃত পশুর মাংস এনে সেগুলো গরুর মাংস বলে বিক্রি করতে থাকে।
এসময় স্থানীয় কয়েকজন ক্রেতার কাছে মাংসের নমুনা দেখে সন্দেহ হলে তারা বিক্রেতা দুইজনকে ধরে জিজ্ঞাসা করতে থাকলে এক পর্যায়ে তারা স্বীকার করে জানায় যে মাইনীতে একটি ঘোড়া জবাই করে সেখান থেকে মাংসগুলো রাঙামাটিতে এনে গরুর মাংস বলে বিক্রি করতে থাকে। মূলতঃ বেশি দাম পাওয়ার আশায় তারা এমনটি করেছে।
এসময় তাদের সঙ্গে আসা অপর মাংস বিক্রেতা জাকির ভিড়ের মাঝেই সটকে পড়ে। পরে স্থানীয়রা দুইজনকে আটককরে উত্তম-মধ্যম দিয়ে আটকে রাখে এবং তাদের কাছ থেকে ঘোড়ার চারটি পা ও ৫কেজি মাংস উদ্ধার করে। এসময় সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে তাদের রক্ষা করে। পরে রাঙামাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মশিউর রহমান এর মাধ্যমে পুলিশের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে আটককৃত ব্যক্তিদের ভোক্তা অধিকার আইনে ৬ দিনের হাজতবাসের রায় দিয়ে তাদেরকে সাথে সাথেই জেলখানায় প্রেরণ করা হয়।