শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৮ পূর্বাহ্ন
খলিল চৌধুরী, সৌদি আরব##
এবার সীমিত আকারে হজ পালন করা হবে। যাতে সৌদি নাগরিক ও সৌদি আরবে বসবাসরত প্রবাসীরা অংশ গ্রহণ করবে।
সৌদি আরবের বাইরের লোকজন এ বছর হজ করার সুযোগ পাবেন না।
সোমবার (২২ জুন) সৌদি আরবের হজ মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত জানিয়েছে।
এর আগে করোনার কারণে ওমরাহ হজ স্থগিত করে সৌদি সরকার। দেশটিতে এখন পর্যন্ত মোট করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা ১ লাখ ৬১ হাজারের বেশি। প্রাণ গেছে ১ হাজার ৩০৭ জনের।
সরকার বলছে, বর্তমানে চলমান করোনাভাইরাস মহামারীতে যেকোন জনসমাগমে ও মানুষের ভীড়ে করোনাভাইরাস ছড়ানোর ঝুঁকি প্রচন্ড বেশি থাকায় এ বছরের হজ খুবই সীমিত আকারে পালন করা হবে। সীমিত সংখ্যক সৌদি নাগরিক এবং ইতিমধ্যেই সৌদি আরবে বসবাস করছেন এরকম বিভিন্ন দেশের নাগরিকেরা হজ পালনের সুযোগ পাবেন।
করোনাভাইরাস মহামারীর মাঝে হজ পালন করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্তের অপেক্ষায় ছিলো সমগ্র মুসলিম বিশ্ব।
মুসলিমদের প্রথম ফরজ ও মুসলিম ধর্মের সর্বোচ্চ ধর্মীয় জামায়েত হজ। সর্বশেষ সময়ে এ হজের ব্যাপারে সিদ্ধান্ত জানিয়েছে সৌদি আরব সরকার। চলতি বছরে সীমিত আকারে সৌদি নাগরিকরা এবং সৌদি আরবে বিভিন্ন দেশের বসাবাসরত প্রবাসীরা এ হজ পালন করতে পারবেন।
মিনিস্ট্রি অফ হজ এর বক্তব্য হলো-
(১) এ বছর পবিত্র হজ (১৪৪১ হি.) ২০২০ ইং অনুষ্ঠিত হবে সীমিত আকারে।
(২) হজ করতে পারবেন সৌদিতে অবস্থিত বিভিন্ন দেশের খুবই অল্প সংখ্যক মুসল্লি।
(৩) সৌদির বাইরের মুসল্লিরা এবছর হজ পালন করতে পারবেন না।
(৪) প্রতি বছর মিলিয়ন মিলিয়ন হাজীদের জন্য হজের সুন্দর ব্যবস্থাপনা করে আসা সৌদিআরব এবার বর্তমান করোনার ভয়াবহ পরিস্থিতি বিবেচনা করে সংশ্লিষ্ট সকল পক্ষের পরামর্শে বৈশ্বিক মহামারি হতে মানুষের স্বাস্থ্য নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে মর্মে জানিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়।
সকল সুরক্ষা ও সতর্কতা অবলম্বন করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে হজ পালন করা হবে এ বছরের হজ।
এবছরে সীমিত আকারে হজ পালন করা হজ সৌদি আরবে বসবাসকারী সকলকে এবং সমগ্র মুসলিম বিশ্বের মুসলিমদের সুরক্ষিত রাখবে।