শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন

শিরোনাম :
লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক

রাঙামাটিতে আরো ২৫ জনের করোনা শনাক্ত

বার্তা কক্ষ / ৩২১ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন

আলমগীর মানিক, রাঙামাটি:
রাঙামাটিতে আরো ২৫ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছে। সোমবার দিবাগত রাতে সিভাসু হতে আসা ৫৮টি রিপোর্টে এই ২৫ জনের করোনা শনাক্তের তথ্য পাওয়া যায়। নতুন শনাক্তের মধ্যে ২৩ জন রাঙামাটি সদরের, কাউখালী থেকে ১ জন ও বরকল থেকে ১ জন আছে বলে নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল।

এর মাধ্যমে জেলার একমাত্র করোনামুক্ত উপজেলা বরকলেও প্রথমবারের মত রোগী শনাক্ত হল। নতুন আক্রান্তদের মধ্যে বেশকয়েকজন পুলিশ সদস্য ও ২ জন আনসার আছেন বলে জানা গেছে। এ নিয়ে রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৮ জন।

রাঙামাটি সদর হতে আক্রান্তদর মধ্যে ৯ জন পুরাতন পুলিশের লাইনের, ২জন কাঠালতলীর, ২ জন হ্যাপীর মোড়ের, ফিশারীঘাটের ১ জন, সদর পুলিশ ফাঁড়ির ২ জন, ইসলামী ব্যাংকের ২জন, পুলিশ সুপার কার্যালয় ১ জন ও মাস্টার কলোনীর ১ জন, লেকার্স স্কুল এলাকার-১ জন, স্বর্ণটিলার-২জন বাসিন্দা রয়েছে।

নতুন শনাক্তের সাথে সাথে ৪ জন সুস্থও হয়েছেন বলে নিশ্চিত করেছে সিভিল সার্জন অফিস। নতুন সুস্থ ৪ জনের মধ্যে ৩ জন সদরের ও বাকি ১ জন লংগদুর বাসিন্দা। ফলে রাঙামাটিতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো ৮৫ জনে।

স্বাস্থ্য বিভাগের তথ্য মোতাবেক এখন পর্যন্ত রাঙামাটি থেকে সর্বমোট ১৮১৩ টি সংগৃহিত নমুনা চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ(বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে(সিভাসু) এবং ঢাকার পরীক্ষাগারে পাঠিয়েছে রাঙামাটির সিভিল সার্জন অফিস। তারমধ্যে ১৫৮৭টি পরীক্ষার রিপোর্ট রাঙামাটির স্বাস্থ্য বিভাগে আসলেও এখন পর্যন্ত ২২৬ টি নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো পর্যন্ত হাতে পায়নি রাঙামাটির স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৭৭ জন, আরোগ্য লাভ করেছেন ৮৫ জন, আইসোলেশনে আছেন ১৯ জন, মৃত্যুবরণ করেছেন ৬ জন।