বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪:
দেশের চরম সংকটময় মূহুর্তে পৌরবাসীদের প্রতি মানবিক সেবার উজ্জ্বল দৃষ্টান্ত রেখে যাচ্ছেন কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।
করোনায় আক্রান্ত ও সন্দেহজনক রোগীদের নমূনা সংগ্রহের টিমকে সবসময় উৎসাহ অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন তিনি। ইতিপূর্বে পৌরসভার স্বাস্থ্য শাখার জন্য মেয়র সাহেবের ব্যক্তিগত অর্থায়নে প্রায় ৬ লাখ টাকার স্বাস্থ্য সামগ্রী প্রদান করেছেন।
তাছাড়া দেশের ৩২৯টি পৌরসভার মধ্যে একমাত্র কক্সবাজার পৌরসভা-ই করোনার স্যাম্পল কালেকশন করছে। যা অনন্য দৃষ্টান্ত বলছেন সচেতন বোদ্ধারা।
উল্লেখ্য, ৩১ মে থেকে ২৩ জুন পর্যন্ত প্রায় ৮শ’ সেম্পল কালেকশন করেছে কক্সবাজার পৌরসভার স্বাস্থ্য শাখা।