রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
সংবাদ বিজ্ঞপ্তিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী পালন করেছে কক্সবাজার জেলা যুবদল।
এ উপলক্ষে শনিবার (৩০ মে) বিকাল ৪ টায় শহীদ সরণিস্থ জেলা বিএনপি’র কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি এডঃ সৈয়দ আহমদ উজ্জ্বল।
এতে উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সানাউল্লাহ আবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমির আলী, জেলা যুবদলের সহ-সভাপতি ও পৌর যুবদলের আহবায়ক আজিজুল হক সোহেল, জেলা যুবদলের যুগ্মসম্পাদক গিয়াস উদ্দিন আফসেল।
এছাড়া জেলা ও পৌর যুবদলের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশ গ্রহণ করে।
জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মিয়াজি স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।