শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৮ পূর্বাহ্ন
কক্সবাজার টাইমস২৪:
কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন বর্ষিয়ান রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নজরুল ইসলাম চৌধুরীর করোনা পজিটিভ হয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) কক্সবাজার মেডিকেল কলেজ থেকে প্রকাশিত রিপোর্টে তার করোনা ধরা পড়ে।
এদিন সদরে মোট ২১ জন করোনা পরীক্ষা দিয়েছিলেন। সেখানে ৩ জন পজিটিভ। পজিটিভের মধ্যে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরীও আছেন।
গত ৩-৪ দিন ধরে প্রচন্ড জ্বরে ভুগছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম চৌধুরী।
সোমবার (২২ জুন) দুপুরে শরীরের অবস্থার অবনতি হলে তাকে বিকেল ৪ টার দিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়। চতুর্থ তলায় ৪১৪ নং রুমে তিনি চিকিৎসাধীন।
বর্ষীয়ান রাজনীতিবিদ নজরুল ইসলাম চৌধুরী আগে থেকেই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সুস্থতার জন্য তিনি সবার নিকট দোয়া কামনা করেছেন।