শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন
এম আবু হেনা সাগর, ঈদগাঁও
কক্সবাজার সদরের জালালাবাদে বিভিন্ন এলাকায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁঁড়ালেন ইউপি চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ।
তিনি দু:সময়ে এলাকার মানুষের পাশে থেকে নিজেকে স্থান করে নিয়েছেন। দুর্যোগকালীন সময়ে লোকজনের হাতে সাধ্যমত তুলে দিয়েছেন খাদ্যসামগ্রী।
ইমরুল হাসান রাশেদের নির্দেশনায় চারশত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন ইউপি সদস্যসহ সেচ্ছাসেবক টিম।
চেয়ারম্যান ইমরুল রাশেদ জানান, বন্যায় প্লাবিত ক্ষতিগ্রস্তদের পাশে থাকার পাশাপাশি রাস্তাঘাট দ্রুত সংস্কার করা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। এলাকার লোকজনকে ধৈর্য ধারণসহ আস্থা রাখার প্রতিও আহবান জানান।