শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন

শিরোনাম :
লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক

দুর্গতদের পাশে চেয়ারম্যান ইমরুল রাশেদ

বার্তা কক্ষ / ৪৯৬ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৮:৫২ অপরাহ্ন

এম আবু হেনা সাগর, ঈদগাঁও
কক্সবাজার সদরের জালালাবাদে বিভিন্ন এলাকায় পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁঁড়ালেন ইউপি চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ।

তিনি দু:সময়ে এলাকার মানুষের পাশে থেকে নিজেকে স্থান করে নিয়েছেন। দুর্যোগকালীন সময়ে লোকজনের হাতে সাধ্যমত তুলে দিয়েছেন খাদ্যসামগ্রী।

ইমরুল হাসান রাশেদের নির্দেশনায় চারশত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন ইউপি সদস্যসহ সেচ্ছাসেবক টিম।

চেয়ারম্যান ইমরুল রাশেদ জানান, বন্যায় প্লাবিত ক্ষতিগ্রস্তদের পাশে থাকার পাশাপাশি রাস্তাঘাট দ্রুত সংস্কার করা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে। এলাকার লোকজনকে ধৈর্য ধারণসহ আস্থা রাখার প্রতিও আহবান জানান।