সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

গর্জনিয়ায় মাদক ব্যবসায়ীচক্র মিলে কেটে ফেলল ৩ হাজার চারা গাছ

বার্তা কক্ষ / ২৪৯ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদকঃ
গর্জনিয়ার জুমছড়ি মইন্নাকাটায় সাংবাদিক নেজাম উদ্দিনের রোপিত একাশি গাছসহ বিভিন্ন জাতের ৩ হাজার চারা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
বুধবার (২৪জুন) সকালে স্থানীয় আবু হান্নান ও তার সন্ত্রাসী বাহিনী দিয়ে এমন কান্ডটি ঘটিয়েছে বলে জানা গেছে।
চিহ্নিত মাদক ব্যবসায়ী আবদুল মোমেন প্রকাশ বদাইয়্যা অভিযুক্ত আবু হান্নানের ছোট ভাই।
জানাযায়, ১৭৩২ বিএস খতিয়ানে মোট ১১ একর ০২শতক হাজী মোঃ হোসন এর নামে সৃজিত আছে। ওয়ারিস মুলে মৃত মোঃ হোসন এর কন্যাদের মধ্যে মেঝ কন্যা গোল চেহেরা খানম স্বামী মৃত ইন্জিনিয়ার নুরুল হাকিম ৮০ শতক জমি প্রাপ্ত হয়। জমিতে সম্প্রতি গোল চেহেরা খানম এর ছোট ছেলে সাংবাদিক নেজাম উদ্দিন জমিতে সবুজ বনায়ন করতে প্রায় ৩ হাজার বিভিন্ন জাতের চারা রোপণ করে।
এদিকে, জমিতে সন্ত্রাসী কায়দায় মাদক ব্যবসায়ী মৌলানা হাসেম এর ছোট ছেলে আবদুল মোমেন প্রকাশ বদ্যাইয়ার বড়ভাই আবু হান্নান ইয়াবার টাকা ব্যবহার করে সন্ত্রীদের দিয়ে চারাগুলো কেটে ফেলেছে বলে জানান ভোক্তভোগী।
সাংবাদিক নেজাম অভিযোগ করেন, মায়ের পৈতৃক সম্পত্তিতে একাশি গাছসহ বিভিন্ন জাতের চারা রোপণ করেন। কিন্তু মাদক ব্যবসায়ীর বড় ভাই আবু হান্নান সন্ত্রাসী কায়দায় চারাগুলো কেটে ফেলে। এতে তার প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে এলাকাবাসী জানিয়েছে, এলাকার ত্রাস আবদুল মোমেন প্রকাশ বদাইয়্যা ইয়াবা নিয়ে পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়ে।
ধরা পড়ার আগে এলাকার ত্রাস হিসাবে সবাইকে জিম্মি করে রেখেছিল।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার একজন জানান, বদাইয়্যা ইয়াবা নিয়ে ধরা পড়ার পর
পল্লী চিকিৎসার আড়ালে আবু হান্নান এই ব্যবসা চালিয়ে যাচ্ছে বলে ধারনা করা হচ্ছে।
আরো জানাযায়, মাদককারবারির বড়ভাই আবু হান্নান কোন কাজ না থাকলেও এলাকায় ছোট একটি ব্যাগ নিয়ে বিভিন্নজায়গায় ঘুরেফেরা করতে থাকে।
এব্যাপারে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির আই আনিসুর রহমান জানান, ঘটনা সম্পর্কে জানতে পেরেছি আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।