শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক জামিনে বেরিয়ে এসে মালুমঘাটে হত্যা মামলার আসামীদের হামলা লুটপাট কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে চট্টগ্রামের সমন্বয়ক টিম বন্যাদূর্গত পরিবারে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আর্থিক সহায়তা ফেনীতে বন্যার্তদের জন্য কমিউনিটি রান্নাঘর চালু করে ২৩ হাজার গরম খাবার দিল কোস্ট ফাউন্ডেশন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়ে শাহজালাল ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ পান বাজার রোডে এশিয়া ফার্মেসি উদ্বোধন বৈষম্যমুক্ত কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি ও এম আর পি বাস্তবায়ন চান ওষুধ ব্যবসায়ীরা কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি দখলবাজদের আইনের কাঠগড়ায় হাজির করা হবে কক্সবাজারে কোস্টের নারী নেটওয়ার্কিং কমিটির নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ

রামুতে অন্তঃসত্ত্বা মায়েদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী

বার্তা কক্ষ / ৩৫০ বার পড়ছে
আপলোড : শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩১ পূর্বাহ্ন

আতিকুর রহমান মানিক:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে মাতৃত্ব কালীন চিকিৎসাসেবা নিশ্চিতকল্পে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের বিশেষজ্ঞ মহিলা ডাক্তার দল কর্তৃক রামু আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা প্রদানের উদ্দেশ্যে মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে।
২৪ জুন (বুধবার) এ মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয়।

করোনাকালীন সময়ে নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে জিওসি ১০ পদাতিক ডিভিশনের সার্বিক নির্দেশনায় এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করা হয় যাতে করে এলাকার গর্ভবতী মায়েরা হাতের নাগালেই চিকিৎসা সেবা পেতে পারেন। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে সকাল থেকে দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্পে অন্তঃসত্ত্বাদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা এবং অস্থায়ী ল্যাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হয়। এছাড়াও এই মেডিক্যালক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি অন্তঃসত্ত্বা মায়েদের প্রয়োজনীয় ওষুধ সামগ্রী ও সেনাবাহিনীর পক্ষ থেকে উপহার সামগ্রী বিনামূল্যে প্রদান করা হয়।

সেনানিবাস সূত্রে জানা যায়, কক্সবাজার-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাইমুম সারওয়ার কমল উক্ত মেডিক্যাল ক্যাম্প পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের পক্ষ হতে এই মহৎ উদ্যোগের জন্য সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়াও চিকিৎসা সেবা নিতে আগত অভাবী প্রসুতি মায়েরা সেনাবাহিনী পরিচালিত এ ধরনের সময়পোযগী কল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন।