শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন
কক্সবাজার টাইমস২৪ঃ
কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে বুধবার (২৪ জুন) ১০১ জনের করোনা পজিটিভ হয়েছে। সেখানে কক্সবাজার সদরে সর্বোচ্চ ৬৩ জন রয়েছে। ৩ জন ফলোআপ পরীক্ষা পজিটিভ হয়েছে।
পজিটিভ ১০১ জনের মধ্যে নতুন শনাক্ত ৯৮ জন। এদের মধ্যে কক্সবাজার জেলায় ৮৮ জন, পার্বত্য বান্দরবান জেলায় ৭ জন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুইজন ও রোহিঙ্গা শরণার্থী শনাক্ত হয়েছেন একজন।
এ দিন মোট স্যাম্পল টেষ্ট হয়েছে ৫৮৬ জনের।
কক্সবাজার মেডিকেল কলেজ অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে কক্সবাজার সদরে ৬৩ জন, রামু উপজেলায় ৫ জন, উখিয়া উপজেলায় ৪ জন, টেকনাফ উপজেলায় একজন, চকরিয়া উপজেলায় ৫ জন, পেকুয়া উপজেলায় দুইজন, মহেশখালী উপজেলায় একজন ও কুতুবদিয়া উপজেলায় ৭ জন এবং বান্দরবান জেলায় ৭ জন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় দুইজন ও রোহিঙ্গা শরণার্থী শিবিরে একজন রয়েছেন।
এ দিনের টেষ্টে সন্দেহভাজন ৪৮৫ জন রোগীর করোনা রিপোর্ট ‘নেগেটিভ’ এসেছে।