সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

ঈদগাহ পথশিশু ব্লাড এসোসিয়েশনের সহায়তায় চট্টগ্রামে রক্ত পেল সংবাদকর্মীর পুত্র জামি

বার্তা কক্ষ / ২৯৩ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘকাল ধরে রক্ত শূণ্যতায় ভোগছে সদরের ঈদগাঁহ রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগরের ছোট ছেলে মোহাম্মদ জামি।

ক’দিন আগে জামিকে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে উন্নত চিকিৎসা দিতে নিয়ে যাওয়া হয়।

সেখানে চিকিৎসকের পরার্মশ অনুয়ারী তাকে রক্তদানের কথা বলা হলে, সে অনুযায়ী ‘ও’ পজেটিভ রক্তের জন্য যোগাযোগ করা হলেই বৃহত্তর ঈদগাহ পথশিশু ব্লাড এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এডমিন ইমরান তৌহিদ রানা, শিক্ষার্থী আসমাউল হুসনার একান্ত সহযোগিতায় রক্ত দিলো চট্রগ্রাম দক্ষিণ হালিশহর নারকেল তলার টগবগে যুবক, হিউম্যান ওয়েলফেয়ার সোসাইটি (ব্লাড গ্রুপ) সদস্য ও মেরিড একাডেমির সাবেক শিক্ষার্থী হাসান মুরাদ।

বুধবার (২৪ জুন) দুপুরে সংবাদকর্মীর ছোট ছেলে জামিকে রক্ত দিয়ে জীবন বাঁচিয়ে হাসি ফুটালো হাসান।

চরম দুঃসময়ে সাংবাদিকপূত্রের খোঁজ নিলেন ঈদগাঁও ভিলেজ ডক্টরস ফোরামের সহসভাপতি রেহেনা নোমান কাজল, সিনিয়র সাংবাদিক মো: রেজাউল করিম ও চাকরীজিবী আবু বক্কর ছিদ্দিক রুবেলসহ পরিবার।

উল্লেখ্য যে, গত ২২শে জুন থেকে গনমাধ্যমকর্মী এম আবু হেনা সাগরের পুত্র জামিকে নিয়ে চট্রগ্রাম শহরে অবস্থান করছেন।