শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন কক্সবাজার জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত আহবায়ক এড. মোহাম্মদ তারেক

প্রসঙ্গ : টিস্যু মৌলভী

বার্তা কক্ষ / ৩৫২ বার পড়ছে
আপলোড : শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন
জামাল উদ্দিন

ফেসবুক থেকেঃ 
দুদিন আগে বাবা দিবসে একবন্ধু পোস্ট দিয়েছেন পিতামাতার কর্তব্য বিষয়ে এক আলেমের চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটি ওয়াজের অংশ। চমৎকার আলোচনা, এক পর্যায়ে তিনি ” টিস্যু মৌলভী”দের থেকে সতর্ক থাকার আহবান করলেন। মাহফিলটি কয়েক বছর আগের, কিন্তু আমি এ যাবত ” টিস্যু মৌলভী ” কথাটি কখনো শুনি নাই। একজন তালেবে এলম হিসেবে কৌতুহল বশত আমার এক শিক্ষককে জিজ্ঞেস করলাম “টিস্যু মৌলভী ” বিষয়টা কী?
তিনি যা বুঝালেন—
টিস্যু যেমন শ্বেত শুভ্র পরিষ্কার দেখায়, এক শ্রেনীর আলেম আছে তাদেরকে ও দেখতে সফেদ পরিষ্কার দেখায়, টিস্যুতে যেমন ইষত ঘ্রাণ থাকে, এদের লেবাসে ও তেমনি বাহ্যত আতর বা জর্দার সুঘ্রাণ মিলতে পারে, টিস্যু যেমন যে হাতেই যাক ইচ্ছেমত ভাঁজ করা যায়, এদেরকে ও সহজে ভাঁজ করা যায়- বশীভূত করা যায়, টিস্যুকে যেমন ব্যবহারের পূর্ব পর্যন্ত পকেটে বা হাতে সযত্নে পুরে রাখে, এদেরকেও সময়মত ব্যবহারের জন্য প্রভাবশালীরা সযত্নে আগলে রাখে আশ্রয় দেয়, টিস্যুকে ব্যবহার করামাত্র যেমন চিরতরে ডাষ্টবিনে ছুঁড়ে ফেলে দেয়, তেমনি এ জাতীয় মৌ- লোভীদেরকে ও প্রভাব প্রতিপত্তিশালীরা ইচ্ছেমত ব্যবহার করে ডাষ্টবিনে নিক্ষেপ করে। আহ, তাদের আল্টিমেট ঠিকানা, শোভাবর্ধনকারী টেবিলে সাজানো বক্স থেকে পঁচা দুর্গন্ধময় ডাষ্টবিনে।
এবং হাদীস শরীফে নবীজি (স:) সতর্ক করে ঐ শ্রেণীটাকেই “আলেমে ছূ” বলেছেন।
এতকাল আলেমে ছু শব্দটি শুনলেও বুঝতে পারিনি, এ টিস্যু মৌলভী শুনার পর বিষয়টি আমার সারা জীবন মনে থাকবে।
আল্লাহ সবাইকে সতর্ক থাকার তৌফিক দিন।
আলহামদুলিল্লাহ, আল্লাজী কাদ শারাহা সাদরী, ফাআরিফতু আন্নাহুল হাক্ব।

-জামাল উদ্দিনের ফেসবুক পেজ থেকে নেয়া।