বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৪ অপরাহ্ন
নাসির উদ্দিন:
স্মৃতির ক্যানভাসে কত আল্পনা আঁকা
তুমি নেই বন্ধু পাশে, সব যেন ফাঁকা
দেখতে দেখতে ২৬ দিন হয়ে গেল, আমাদের প্রিয় মানুষ প্রিয় সহকর্মি নাজিম স্যার (মোহাম্মদ নাজেম উদ্দিন) চলে গেছেন না ফেরার দেশে। কিছুতেই ভুলতে পারছিনা, পারছিনা প্রিয়হারা ব্যথা বইতে। তিনি ছিলেন একাধারে আমার সহকর্মি, বন্ধু, ভাই, সহমর্মি, সহযাত্রি। কথা ছিল সারাজীবন একসাথেই থাকব। একে অন্যকে জীবনের সবচেয়ে আনন্দের ও সবচেয়ে কষ্টের অনুভূতিগুলো শেয়ার করেছি। আজ আমার বুকভরা তারই অজস্র কথার আমানত। নিষ্পাপ সুন্দর চেহারাটা প্রতিনিয়ত আমার মানসপটে জীবন্ত।
আজ থেকে দু’বছর আগে ফেসবুকে তাকে নিয়ে একটি কবিতা (এক মোহনা) লিখেছিলাম ফেসবুকে। স্মৃতি হাতড়াতে গিয়ে চোখে পড়ে গেল কবিতাটি। আজ আবার শেয়ার করতে ইচ্ছে হল
এক মোহনা:
নাজেম নাছির দু’ভূবনে ছিলাম আপন বেশে
খোদার লীলায় মিলে গেলাম এক মোহনায় এসে।
রম্যভূমি বাড়ি আমার তিনি চকরিয়ার
কক্সবাজারে এসে(১৯৯৪) হলো দু’জনাতে পিয়ার।
চোখে চোখ রাখি যেদিন বুঝে গেলাম ঠিক
দু’নদীরই একটি ধারা বইবে একই দিক।
পেশায় দু’জন আলোর সৈনিক বিলাই আলোকধারা
কল্যাণকর্মে মগ্ন জীবন সুখে বাধনহারা।
একের দূঃখে অন্যজনে কাতর হয়ে পড়ি
দু’জন মিলে হাতে হাতে সুখের জীবন গড়ি।
চলি-ফিরি একইসাথে স্বপ্ন দেখি আবার
হাতে হাত রেখে দু’জন স্বপ্নপথে যাবার।
হে বিধাতা কবুল কর আমাদেরে আজ
পরকালে পরিয়ে দিয়ো জান্নাতেরই তাজ।
এ সংসারে ভাইয়ে ভাইয়ে কতকিছু হয়
আমরা দু’জন ভাই-ই হলাম তারচে’ বেশি নয়।
সহকর্মি বন্ধু ভ্রাতা যাহাই আমরা হই
আপন হয়ে সুখে-দূঃখে কাছাকাছি রই।
ভালোবাসা থাকলে বুকে জীবন সুখের হয়
বিশ্বাসটুকু থাকলে সাথে সবই সাথে রয়।
(১৪/০৭/২০১৮)
হায় আল্লাহ, আমি গোনাহগারের আকুতি তোমার দরবারে নিশ্চয়ই পৌঁছেছিল। তাইতো যতদিন ছিলাম সেভাবেই ছিলাম। দুর্ভাগ্য আমার আজ আমি একা, তিনি নেই।
জানি আমি বন্ধু তুমি জান্নাতেরই বুকে
নিরব তুমি শান্ত তুমি ঘুমিয়ে আছ সুখে।
তোমার স্মৃতি বুকে নিয়ে কাঁদছি দিবা-রাতি
বুঝবে কেবা পাশে আমার নেইতো প্রিয় সাথি।
স্বাক্ষী আছে পথের ধূলো আছে বেলাভূমি
স্মৃতির পাহাড় নিথর আজি শুধু নেই তুমি।
যেদিকে যাই শূণ্য সবই নিঃস্ব হাহাকার
কেমনে বলো যাই মাড়িয়ে ব্যথার পারাবার।
আসবেনা আর জাগবেনা আর হাসবেনাতো জানি
দেখা হলে পরকালে নেবেই চিনে মানি।
তোমার স্মৃতি রইল পাশে রইল আমায় ঘিরে
আর ভেবোনা আসবো আমি তোমার কাছে ফিরে।
নাসির উদ্দিন
প্রধান শিক্ষক
কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়।