বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:২২ পূর্বাহ্ন
আলমগীর মানিক, রাঙামাটি
রাঙামাটিতে আরো ১১ জন করোনা পজেটিভ রোগী হিসেবে শনাক্ত হয়েছেন। বুধবার দুপুরে সিভাসু হতে আসা ৩৪ টি রিপোর্টের মধ্যে ১১টি করোনা পজেটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল। এ নিয়ে রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৩ জন।
সূত্রে জানা যায়, নতুন করোনা আক্রান্তদের মধ্যে ৮ জন রাঙামাটি সদরের, ১ জন লংগদুর, ১ জন কাউখালী ও বাকি একজন বাঘাইছড়ির বাসিন্দা। রাঙামাটি সদরের ৮ জন জেনারেল হাসপাতাল, রিজার্ভ বাজার, নিউ পুলিশ লাইন, পুরাতন পুলিশ লাইন, গর্জনতলী ও ঘাগড়া ক্যাম্প এলাকার বাসিন্দা।
স্বাস্থ্য বিভাগের তথ্য মোতাবেক এখন পর্যন্ত রাঙামাটি থেকে সর্বমোট ১৯৭৮ টি সংগৃহিত নমুনা চট্টগ্রামের ফৌজদারহাটে অবস্থিত বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে(সিভাসু) এবং ঢাকার পরীক্ষাগারে পাঠিয়েছে রাঙামাটির সিভিল সার্জন অফিস। তারমধ্যে ১৭০১টি পরীক্ষার রিপোর্ট রাঙামাটির স্বাস্থ্য বিভাগে আসলেও এখন পর্যন্ত ২৭৭ টি নমুনা পরীক্ষার রিপোর্ট এখনো পর্যন্ত হাতে পায়নি রাঙামাটির স্বাস্থ্য বিভাগ কর্তৃপক্ষ। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন ৯৫ জন, আরোগ্য লাভ করেছেন ১০৩ জন, আইসোলেশনে আছেন ১২ জন, মৃত্যুবরণ করেছেন ৬ জন।