সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

খুটাখালীতে মারছা গাড়ির চাপায় মোটরসাইকেল চালক নিহত

বার্তা কক্ষ / ২৮৪ বার পড়ছে
আপলোড : সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪০ পূর্বাহ্ন

সেলিম উদ্দীন, ঈদগাঁহঃ

চকরিয়া উপজেলার খুটাখালীতে মারছা গাড়ির চাপায় মোটর সাইকেল চালক নিহত হয়েছে। তার নাম নুরুজ্জামান (২৮)।

রবিবার (২৮ জুন) সকাল পৌনে ১১ টার সময় উপজেলার খুটাখালী ইউনিয়নের ফুলছড়ি গেইট নামক এলাকায় ঘটে এ দুর্ঘটনা।

নিহত যুবক নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার মুক্তিযোদ্ধা মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে।

তার মোটরসাইকেল রেজিঃ নং কক্সবাজার ল ১১-৪৬২২। সে আলী কদম হতে নাইক্ষংছড়ির তুমব্রু এলাকায় ফিরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন খুটাখালী ইউপি মেম্বার জসিম উদ্দীন।

তার কাছে থাকা আইডি সুত্রে নুরুজ্জামান আলী কদম কৃষি অফিসের অফিস সহকারী বলে নিশ্চিত করা গেছে।

খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের একটি দল ও মালুমঘাট হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করে মোটরসাইকেল ও লাশ পুলিশী হেফাজতে নেয়া হয়েছে।

অপরদিকে নিহতের বড় ভাই লাশ গ্রহন করতে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছেন।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মুর্শেদুল আলম চৌধুরী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করা করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।