বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৭ পূর্বাহ্ন
এম আবু হেনা সাগর, ঈদগাঁও
ঈদগাঁও নিউজ ডটকমের প্রকাশক ও চেয়ারম্যান মো: রেজাউল করিম অসুস্থ। ক’দিন ধরে পেটের ব্যাথাসহ গায়ের জ্বরে ভোগছেন তিনি।
গত ২৭ জুন সকালে ঈদগাহ জমজম হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্তমানে ডাক্তার আবদুর রহিম আমানীর তত্ত্বাবধানে চিকিৎসা সেবা চলছে। রবিবার (২৮ জুন) দুুপুর থেকে কিছুটা উন্নতি হচ্ছে বলে চিকিৎসক সুত্রে জানা গেছে।
এদিকে, রেজাউল করিমের অসুস্থতার খবরে হাসপাতালে তাকে দেখতে যান -দৈনিক সমুদ্র কন্ঠের প্রতিনিধি শেফাইল উদ্দিন, সাগরদেশের প্রতিনিধি আনোয়ার হোছাইন, কক্সবাজার প্রতিদিনের প্রতিবেদক রিপোর্টার্স সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগর, দেশের নিউজের নির্বাহী সম্পাদক আশফাক উদ্দিন, শফিউল আলম আজাদ, নাছির উদ্দিন নোমান।
মো: রেজাউল করিম বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতায় নিয়োজিত।
পাশাপাশি চট্টগ্রামের প্রাচীন পত্রিকা দৈনিক আজাদী ও কক্সবাজারের দৈনিক ইনানীতে কাজ করেন।
তিনি সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সদস্য ও সাংবাদিক সংসদ কক্সবাজারের সিনিয়র সহসভাপতি।
দ্রুত সুস্থতার জন্য সবার নিকট দোয়া চেয়েছেন সাংবাদিক মো: রেজাউল করিম।