শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
বিভিন্ন পত্রিকায় মিথ্যাচারের জবাব দিলেন যুবদল নেতা জাবেদ ইকবাল লবণ আমদানির চক্রান্ত রুখতে হবে বিসিক কক্সবাজারে পাঁচদিনব্যাপী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ভর্তি ফি’তে ৫০ শতাংশ ছাড়সহ শতভাগ স্কলারশিপ প্রকাশিত সংবাদে আহমদ কবিরের প্রতিবাদ অবসরপ্রাপ্ত সেক্রেটারি রশিদ আহমদের চিংড়ি প্রজেক্ট জবরদখলের অভিযোগ কক্সবাজার শহরে তারেক বাহিনী সক্রিয়, সশস্ত্র মহড়া ভারুয়াখালীতে চিংড়ি প্রজেক্ট দখলে নিতে সশস্ত্র হামলায় আহত ২, লুটপাট ঈদগাঁও ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি স্বেচ্ছাসেবক দল ফতেখারকুল শাখার ৭ সদস্যের কমিটি অনুমোদন

এডভোকেট আবু সিদ্দিক ওসমানী উখিয়া আইসোলেশনে ভর্তি

বার্তা কক্ষ / ২৪০ বার পড়ছে
আপলোড : শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন

কক্সবাজার টাইমস২৪:
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র আইনজীবী মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীর অক্সিজেন মাত্রা কমে যাচ্ছে। তাই তাকে দ্রুত উখিয়া সারি আইসোলেন এন্ড ট্রিটমেন্ট সেন্টারে ভর্তি করানো হয়েছে।

সোমবার (২৯ জুন) বিকালে পৌনে ৫টায় ক্ষুদে বার্তায় এ সংবাদটি তিনি নিজেই জানিয়েছেন।

বার্তায় শুধু লিখেছেন- ‘দোয়া, দোয়া, দোয়া উখিয়া সারি আইসোলেন এন্ড ট্রিটমেন্ট সেন্টারে ভর্তি।’ এরপর যোগাযোগ করেও আর বিস্তারিত পাওয়া যায় নি।

তবে, এডভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীর চাচতো ভাই ব্যারিস্টার আবুল আলা ছিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে  সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, অক্সিজেন মাত্রা ৯০-তে নেমে এসেছে। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আগেভাগে আইসোলেশনে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীর সুস্থতার জন্য সবার নিকট দোয়া চেয়েছেন ব্যারিস্টার আবুল আলা ছিদ্দিকী।

গত মঙ্গলবার (২৩ জুন) এডেভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী ও তার স্ত্রী তসলিমা আক্তারসহ পরিবারের ৮ সদস্যের করোনা শনাক্ত হন।

বড় মেয়ে তানজিম ওসমানী ও একমাত্র বোন ‍দিলরুবা ওসমানী উখিয়া ‘সারি আইসোলেশন’ সেন্টারে চিকিৎসাধীন।

ভগ্নিপতি জেলা পরিষদের হিসাব রক্ষক আবদুল মান্নান করোনা আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালের আইসিইউতে ভর্তি আছেন।

স্ট্রোক আক্রান্ত মা উম্মে হাবিবাকেও গতরাতে জেলা সদর হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। এর আগে মহিলা মেডিসিন ওয়ার্ডের (৪ তলা) ২০ নম্বর সীটে ভর্তি ছিলেন।

এডেভোকেট মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানীর পিতার নাম মাহমুদুল হক ওসমানী। তিনি কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড  এবিসি ঘোনার (চেয়ারম্যান বাড়ি) বাসিন্দা।